ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি: জোনায়েদ সাকী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥

প্রকাশিত: ২১:২৬, ১৮ জুলাই ২০২৫

আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি: জোনায়েদ সাকী

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি। পাশের দেশসহ নানা শক্তি পতিত ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষক তারা এখনো ষড়যন্ত্র করছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী এই কথা বলেন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আবদুল আল মামুন।

জোনায়েদ সাকী বলেন, আমরা সরকারকে দেখছি আইনশৃঙ্খলাসহ দেশের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে নাই। যার কারণে মিডফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড ঘটে। তারপরে গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশে ওইভাবে হামলা হয়, চারজন নিহত হয়। বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদেরকে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটি আমাদেরকে মোকাবিলা করতে হবে। সেটি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের পরেও আমরা দেখছি ক্ষমতা ব্যবহার করে নানাভাবে দখল আর ধনসম্পদ আহরণ করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরিষ্কার করে বলছে এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ। কাজেই, এই দেশে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণের যে ব্যবস্থা, তাকে বদল করতে হবে। আর সেটাই হলো নতুন বন্দোবস্ত। তিনি বলেন, আমরা বলেছি নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে করতে হবে।

আফরোজা

×