
বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ও টেসলা ও স্পেসএক্সের সিইও এলোন মাস্ক প্রায়শই তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী বার্তা দেন। সম্প্রতি, তার টুইট ও এক্স (সাবেক টুইটার) পোস্ট ঘেঁটে শিক্ষার্থীদের জন্য ৯টি সফলতার মূলমন্ত্র উঠে এসেছে, যা অনুপ্রেরণা জোগাতে পারে ক্যারিয়ার ও জীবন গঠনের পথে।
১. ইন্টারনেটই আপনার শ্রেষ্ঠ শিক্ষক
এলোন মাস্ক বিশ্বাস করেন, “আপনি চাইলে ইন্টারনেটে প্রায় সব কিছুই বিনামূল্যে শিখতে পারেন।” বই, কোর্স ও ভিডিও—এইসব ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেরাই জ্ঞান অর্জন করতে পারে।
২. সহজ জীবন মানেই নয় শক্ত ভিত
তিনি বলেন, “ধনী পরিবারের অনেক সন্তানই সাফল্য পায় না, কারণ জীবনে তাদের জন্য কিছুই কঠিন ছিল না।” সাফল্য পেতে হলে প্রতিকূলতাকে আলিঙ্গন করতে হবে।
৩. আগ্রহই সবচেয়ে বড় চালিকাশক্তি
মাস্কের মতে, যদি আপনি যা করছেন তা ভালোবাসেন, তাহলে তা কখনোই দায়িত্ব মনে হবে না বরং আনন্দেরই উৎস হবে।
৪. ডিগ্রি নয়, চাই দক্ষতা
তিনি বলেছেন, চার বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সবসময় আবশ্যক নয়। বাস্তব দক্ষতা ও জ্ঞানই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৫. প্রতিকূলতা থেকেই জন্ম নেয় শক্তি
মাস্কের জীবনের বহু বড় সিদ্ধান্ত এসেছে ব্যর্থতা ও চ্যালেঞ্জ মোকাবেলার পর। তার মতে, “শক্তি তৈরি হয় প্রতিরোধে, আর চরিত্র গড়ে ওঠে সংকটে।”
৬. ৫ মিনিট নিয়ম
Elon Musk ‘5-Minute Rule’-এ বিশ্বাসী। যেকোনো কাজে মাত্র পাঁচ মিনিট সময় দিন, এতে মনোযোগ বাড়বে এবং কাজ ফেলে রাখা কমে যাবে।
৭. ছোট লাইন, বড় অনুপ্রেরণা
Perplexity AI-এর ভারতীয় CEO পরাভিন্দ শ্রীনিবাস হার্ভার্ডে বলেন, এলোন মাস্কের বলা একটি পাঁচ শব্দের লাইন—"It will be worth it"—তাকে বারবার অনুপ্রাণিত করে।
৮. নিজের চেয়ে ভালোদের নিয়োগ দিন
মাস্ক সবসময় এমন লোক নিয়োগে বিশ্বাসী যারা তার চেয়ে ভালো জানে, যেন কোম্পানির মান বজায় থাকে।
৯. ব্যর্থতাকে ভয় নয়, স্বাগত জানান
তার মতে, ব্যর্থতা মানেই শিখতে থাকা। এর মাধ্যমেই ভবিষ্যতের উন্নতি হয়।
ছাত্রদের জন্য উপদেশ
এই মন্ত্রগুলো শুধুমাত্র প্রযুক্তি বা ব্যবসার ক্ষেত্রে নয়, বরং যেকোনো শিক্ষার্থী বা তরুণ পেশাজীবীর জন্য সমানভাবে প্রাসঙ্গিক। এলোন মাস্কের পরামর্শ অনুসরণ করলে আত্মবিশ্বাস, মনোযোগ ও লক্ষ্য পূরণের পথ আরও সুদৃঢ় হতে পারে।
Jahan