
গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২৫ (Global Firepower 2025) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে কিছু দেশ রয়েছে যাদের বিমানবাহিনী কেবল মাত্র পরিমাণে নয়, প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভুল অভিযানের দিক থেকেও অনন্য। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেই ১০টি দেশের তালিকা, যাদের যুদ্ধবিমান বহর বিশ্বের সর্বাধিক শক্তিশালী ও উন্নত।
১০. ফ্রান্স (৯৭৬টি বিমান)
প্রায় ১,০০০ সামরিক বিমানের শক্তিশালী বহর নিয়ে ফ্রান্স অবস্থান করছে ১০ম স্থানে। ইউরোপীয় প্রযুক্তিতে শীর্ষ মানের দেশ হিসেবে ফ্রান্সের বিমানবাহিনীতে রয়েছে Dassault Rafale, Mirage 2000, Airbus A330 MRTT, C-130 Hercules ও E-3F AWACS-এর মতো উন্নত যুদ্ধবিমান।
৯. তুরস্ক (১,০৮৩টি বিমান)
তুরস্কের আধুনিক যুদ্ধবিমান ও ড্রোনসহ মোট বিমান সংখ্যা ১,০৮৩। ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান TF KAAN, যা তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের (TAI) তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার।
৮. মিশর (১,০৯৩টি বিমান)
মিশরের বিমানবাহিনীতে আছে আমেরিকান F-16, ফরাসি Rafale ও রুশ প্রযুক্তির যুদ্ধবিমান। মোট ১,০৯৩টি বিমানের এই বহর দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা ও শান্তিরক্ষায় বড় ভূমিকা রাখে।
৭. পাকিস্তান (১,৩৯৯টি বিমান)
প্রায় ১,৪০০টি সামরিক বিমান নিয়ে পাকিস্তান সপ্তম স্থানে। সীমান্ত প্রতিরক্ষা ও ভারতের আধুনিক সামরিক সক্ষমতার মোকাবেলায় পাকিস্তান তার বিমানবাহিনীর উন্নয়ন অব্যাহত রেখেছে।
৬. জাপান (১,৪৪৩টি বিমান)
জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স একটি অত্যাধুনিক বিমান বহর পরিচালনা করে। Mitsubishi F-2 ও Lockheed Martin F-35 Lightning II এর মতো উন্নত জেট রয়েছে এ বহরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্বে জাপানের এয়ার ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫. দক্ষিণ কোরিয়া (১,৫৯২টি বিমান)
উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় দক্ষিণ কোরিয়া তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত উন্নত করেছে। KF-21 এর মতো আধুনিক যুদ্ধবিমান এই দেশটির স্ট্র্যাটেজিক এজ নিশ্চিত করে।
৪. ভারত (২,২২৯টি বিমান)
ভারত চতুর্থ স্থানে রয়েছে ২,২২৯টি বিমান নিয়ে। Dassault Rafale, Su-30MKI, HAL Tejas ও Mirage 2000-এর মতো উন্নত প্রযুক্তির জেট রয়েছে ভারতীয় বিমানবাহিনীতে। দেশটি ক্রমাগত আধুনিকীকরণে সচেষ্ট।
৩. চীন (৩,৩০৯টি বিমান)
৩,৩০৯টি সামরিক বিমানের বিশাল বহর নিয়ে চীন দ্রুততার সঙ্গে তার বিমান শক্তি বাড়াচ্ছে। Chengdu J-20 "Mighty Dragon" হচ্ছে চীনের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার, যা সরাসরি মার্কিন F-22 এবং F-35-এর প্রতিযোগী।
২. রাশিয়া (৪,২৯২টি বিমান)
প্রায় ৪,৩০০টি সামরিক বিমান নিয়ে রাশিয়া দ্বিতীয় অবস্থানে। Su-57 (পঞ্চম প্রজন্মের) ও Su-35S (৪.৫ প্রজন্মের) এর মতো উন্নত যুদ্ধবিমান রয়েছে রাশিয়ার কাছে।
১. যুক্তরাষ্ট্র (১৩,০৪৩টি বিমান)
যুক্তরাষ্ট্রের রয়েছে বিশাল ও সর্বাধিক আধুনিক বিমানবহর—১৩,০৪৩টি বিমান। Lockheed Martin F-35 Lightning II, F-22 Raptor, F-15EX Eagle II এবং F/A-18E/F Super Hornet সহ বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে, যা এই দেশটিকে আকাশপথে অনন্য শক্তিতে পরিণত করেছে।
Jahan