
আজ বিকেলে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী একটি গঠনমূলক ও আন্তরিক ফোনালাপে অংশ নেন। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ এবং বাস্তব অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিঙ্গাপুর ও জার্মানির মধ্যে বাণিজ্য, পরিষ্কার ও নবায়নযোগ্য শক্তি, ডিজিটালাইজেশন এবং প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। গত বছর উভয় দেশ নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে "কৌশলগত অংশীদারত্বে" উন্নীত করেছে, যা ভবিষ্যতের অভিন্ন লক্ষ্য ও অগ্রাধিকার নিয়ে কাজ করার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
ফোনালাপে উভয় নেতা ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) ও আসিয়ান (ASEAN)-এর মধ্যকার সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে একসঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার বিষয়ে উভয়ের আগ্রহ প্রতিফলিত হয়।
প্রধানমন্ত্রী জানান, “আমি এই বছরের শেষের দিকে জি-২০ শীর্ষ সম্মেলনে চ্যান্সেলর মের্জের সাথে সরাসরি সাক্ষাতের জন্য অপেক্ষা করছি এবং আমাদের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসাথে কাজ করবো।”
বিশ্ব রাজনীতির অঙ্গনে দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ক বহুপাক্ষিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Jahan