
ছবি: সংগৃহীত
চীনের উত্তর-পূর্বাঞ্চলের দালিয়ান পলিটেকনিক বিশ্ববিদ্যালয় সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। তিনি এক বিদেশি পুরুষের সঙ্গে ‘অনুচিত সম্পর্ক’-এর অভিযোগে অভিযুক্ত। বিশ্ববিদ্যালয় বলেছে, ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে ‘জাতীয় মর্যাদার ক্ষতি’ হয়েছে, যার জেরে তাকে ৬০ দিনের মধ্যে বহিষ্কার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ঘোষণায় বলা হয়, “২০২৪ সালের ১৬ ডিসেম্বর আপনার আচরণ মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে,” যদিও সেই ‘অনুচিত আচরণ’ কী ছিল, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় তার নাম প্রকাশ করেছে, সংবাদ মাধ্যম এপি ব্যক্তিগত গোপনীয়তার কারণে নামটি প্রকাশ করেনি।
এই ঘটনার সূত্রপাত এক ইউক্রেনীয় প্রফেশনাল গেমার, দ্যানিলো তেসলেনকো (অনলাইনে পরিচিত ‘জিউস’) এর একটি ভিডিও থেকে। তিনি সামাজিক মাধ্যমে এমন এক এশিয়ান তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ভিডিও পোস্ট করেন যাকে সন্দেহ করা হচ্ছে বহিষ্কৃত ছাত্রী বলে। যদিও ভিডিওটির সত্যতা এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তেসলেনকো জানান, তিনি “শাংহাইয়ে দেখা হওয়া এক তরুণীর সঙ্গে কিছু ভিডিও টেলিগ্রামে পোস্ট করেছিলেন,” কিন্তু “পরিস্থিতির গুরুত্ব বুঝে সেগুলো মুছে ফেলেছেন।” তিনি আরও বলেন, “ভিডিওতে কোনো অশ্লীলতা ছিল না এবং আমি কখনো বলিনি যে চীনা মেয়েরা সহজলভ্য।”
এই ঘটনা চীনের সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। চীনের টিকটক-সদৃশ প্ল্যাটফর্ম দৌইন ও শিয়াওহংশুতে হাজার হাজার মন্তব্য এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয় কীভাবে একটি নারীর ব্যক্তিগত সম্পর্ককে জাতীয় ইস্যু বানাতে পারে? কেউ কেউ একে ‘তালিবানি মনোভাব’ বলেও অভিহিত করছেন, যেখানে নারীর শরীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়।
অনেকে বলছেন, যদি কোনো চীনা পুরুষ বিদেশি নারীর সঙ্গে সম্পর্ক করত, তবে তাকে ‘জাতীয় গর্ব’ হিসেবে দেখা হতো, বরং এ ঘটনায় স্পষ্ট লিঙ্গবৈষম্যের চিত্র ফুটে উঠেছে। সাংহাইয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম The Paper মন্তব্য করেছে, শিক্ষার্থীর পূর্ণ নাম প্রকাশ “শুধু অনুপযুক্তই নয়, বরং এটি চীনের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনও করতে পারে।”
এ ঘটনায় নারীর অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা, জাতীয়তাবাদ এবং আধুনিক চীনের সামাজিক মানসিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় থাকে কিনা, এবং এই বিতর্ক ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য কী বার্তা নিয়ে আসে।
মুমু ২