ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারির শুরুতে ভোট, উদ্বেগ সৃষ্টি হলেও এখনও আশায় বিএনপি: ডা. জাহিদ

প্রকাশিত: ১২:১৭, ১৮ জুলাই ২০২৫

ফেব্রুয়ারির শুরুতে ভোট, উদ্বেগ সৃষ্টি হলেও এখনও আশায় বিএনপি: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কিছু কার্যকলাপ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও বিএনপি এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী। দলটির ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে “গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদ” শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

 

আলোচনায় তিনি বলেন, “দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সবার সম্মিলিত শক্তির মাধ্যমে। এই ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি লাভবান হবে। তাই যে কোনো মূল্যে স্বৈরাচার বিরোধী ঐক্য ধরে রাখতে হবে।”

সব পক্ষকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কোনো অবস্থাতেই এমন কোনো মন্তব্য করা যাবে না, যা জাতীয় ঐক্য বিনষ্ট করে কিংবা ফ্যাসিস্টদের পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ করে দেয়।”

ডা. জাহিদ হোসেন বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সম্প্রতি কিছু অপ্রীতিকর মন্তব্যে গভীর মর্মবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা মর্মাহত হয়েছি। কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য এবং শালীনতা বজায় রাখতে হবে।”

 

 

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

ছামিয়া

×