ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৩০ দোকান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪১, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৩০ দোকান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় সিটি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কমপেক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুরে জনকণ্ঠের এ প্রতিবেদককে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে আকস্মিকভাবে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্না নামের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, ‘হকার্স মার্কেটের অধিকাংশ জামাকাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।’

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গার্মেন্টস মালামাল, সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক, সেলোয়ার, কামিজ, আসবাবপত্র, ফলের দোকান, কনফেকশনারি, মুদি দোকান, টেইলার ও ব্যাটারির দোকানসহ ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুন থেকে ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’

মোঃ খলিলুর রহমান/রাকিব

×