
ছবি: জনকণ্ঠ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ-৩( রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা ) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য , উন্নয়নের রুপকার বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকায় তার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু' সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, শামসুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হাসান মিরন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবাইদুল্লা খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসাইন, সদস্য সচিব সাইফুল্লা সাঈদ ইবনে সজল, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ছামিয়া