ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফিরে দেখা উত্তরার প্রথম শহীদ, যার রক্তের প্রতিদান আমাদের বিজয়

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ জুলাই ২০২৫

ফিরে দেখা উত্তরার প্রথম শহীদ, যার রক্তের প্রতিদান আমাদের বিজয়

ছবি:সংগৃহীত

ফেসবুক গ্রুপ "জুলাই রিভল্যুশনারি এ্যালিয়েন্সে- জেআরএ থেকে একটি স্ট্যাটাসে গত বছর ঠিক এ সময় জাহিদুজ্জামান তানভিন পুলিশের গুলিতে লুটিয়ে মৃত্যুবরণ করার ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের লাশ দেখে কান্নায় বার বার লাশকে জড়িয়ে ধরছেন মা। তার মায়ের আর্তনাদ বলে দিচ্ছে সন্তান হারানোর বেদনা। 

পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ঠিক এক বছর আগে এই সময়ে জাহিদুজ্জামান তানভিনকে খুব কাছ থেকে পুলিশ গুলি করে, ঘাড় এবং মাথার স্প্রিন্টার ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণে উত্তরার প্রথম শহীদ হিসেবে বীরত্বের মৃত্যুকে বরণ করে নেয়।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18u8h8PtfG/

 

মারিয়া

×