ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

চীনের আকস্মিক হামলার প্রস্তুতি হিসেবে তাইওয়ানে সামরিক মহড়া!

প্রকাশিত: ১৬:০৬, ১৮ জুলাই ২০২৫

চীনের আকস্মিক হামলার প্রস্তুতি হিসেবে তাইওয়ানে সামরিক মহড়া!

ছবিঃ সংগৃহীত

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অতর্কিত হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে তাইওয়ান আয়োজন করেছে বিশেষ নিরাপত্তা মহড়া। এই মহড়া ‘হানকুয়াং’ নামক বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে হঠাৎ কোনো আক্রমণের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে—তা শেখানো হচ্ছে দেশটির নাগরিকদের।

মহড়ার সময় সাইরেন বাজিয়ে জনসাধারণকে সতর্ক সংকেত দেওয়া হয়, এবং সবাইকে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়। রাস্তায় চলতে থাকা যানবাহন থামানো হয়, বন্ধ রাখা হয় দোকানপাট, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি রাজধানী তাইপের পাতাল মেট্রো স্টেশনেও আশ্রয় নিতে দেখা যায় সাধারণ মানুষকে। যুদ্ধ পরিস্থিতির অনুকরণে গড়ে তোলা এই পরিস্থিতিতে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেয় জরুরি বিভাগের কর্মী ও শতাধিক স্বেচ্ছাসেবী।

এই দুইদিনব্যাপী মহড়া প্রতি দিনে ৩০ মিনিট করে চালানো হবে তাইওয়ানের বিভিন্ন শহরে। মহড়ার সময় প্রশাসনের নির্দেশনা অমান্য করলে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে বলেও জানানো হয়েছে।

এই উদ্যোগের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চীনের সঙ্গে তাইওয়ানের ক্রমবর্ধমান উত্তেজনা। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং দখলের হুমকিও দিয়ে আসছে। ফলে ভবিষ্যতে যেকোনো রকম সামরিক আগ্রাসনের ঝুঁকি থেকে রক্ষা পেতে এমন মহড়াকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে তাইওয়ান।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং মানসিকভাবে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করে। বিশ্বের অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যেও এ ধরনের মহড়া নিয়মিত আয়োজিত হয়।

তাইওয়ান সরকারের এই পদক্ষেপকে নাগরিকরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। অনেকেই বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।

তথ্যসূত্রঃ https://youtu.be/8ZtfJlTqX60?si=Qn16ABZnRrGhhLjB

 

মারিয়া

আরো পড়ুন  

×