
ছবি- দৈনিক জনকণ্ঠ
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু, সভা পরিচালনা করেন শামীম হোসেন।
জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর থেকে নিহত ছয় জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন দেশের এই অবস্থায় জরুরী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে একটা নির্বাচিত সরকারের হাতে অন্তবর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দিবার আহ্বান জানান।
তারেক রহমানের নেতৃত্বেই দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
এছাড়া দুপুরে চকবাজার মসজিদে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে একটা মিছিল সর্ব দক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে আসলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নোভা