
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লব’-এর এক বছর পূর্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে আখ্যা দিয়েছেন হাসিনা সরকারের শাসনামলের টার্নিং পয়েন্ট হিসেবে।
তিনি তার ফেসবুক টাইমলাইনে স্মরণ করেন সেই দিনটির কথা, যেদিন দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়। পোস্টে তিনি লেখেন-
“১৮ জুলাই ছিল হাসিনার শাসনের টার্নিং পয়েন্ট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বন্দুকের সামনে দাঁড়ায়, শহীদ হয় অনেকে, ঘটে দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ।”
মির্জা ফখরুলের মতে, হাসিনা সরকার কখনোই কল্পনা করেনি যে রাজনীতির বাইরে থাকা তরুণরাই একদিন সামনে এসে দাঁড়াবে।
“হাসিনা সরকার ভাবতেই পারেনি, রাজনীতির বাইরে থাকা এই তরুণরাই হবে সবচেয়ে সাহসী। তারাই বুক পেতে রক্ত দিল, কিছুই চাইল না। তাদের বিদ্রোহ ভেঙে দেয় দেশের ভয়, রাস্তায় আনে মিডল ক্লাস-আপার মিডল ক্লাসকে,”—যোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সেদিন থেকেই শেখ হাসিনা সরকারের পতনের সূচনা হয়েছিল, যা *৫ আগস্ট* কেবল আনুষ্ঠানিক পরিণতি পায়।
“সেই দিনেই পতন শুরু, ৫ আগস্ট ছিল কেবল আনুষ্ঠানিকতা।”
পোস্টের শেষাংশে তরুণদের উদ্দেশে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল লেখেন,
“এই নিঃস্বার্থ তরুণদের জন্য রইল গভীর শ্রদ্ধা—তাদের পথেই মুক্তির আশা।”
২০২৪ সালের ১৮ জুলাই ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন প্রাণ হারায় ও বহু আহত হয়। সেই ঘটনাই পরে গণআন্দোলনে রূপ নেয়, যা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির জন্ম দেয় এবং দেশে পরিবর্তনের পথে অন্যতম মোড় ঘুরিয়ে দেয়।
ছামিয়া