
‘জুলাইয়ের রাজপথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ’ — এই প্রতিশ্রুতি নিয়েই চলছে নতুন রাজনৈতিক দল এনসিপি-র জুলাইয়ের পদযাত্রা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি যাচ্ছে জনগণের দুয়ারে দুয়ারে।
পদযাত্রার অংশ হিসেবে আজ সকাল ১১টায় মুন্সিগঞ্জ শহরে সমাবেশ রাখেন এনসিপি। যেখানে অংশ নেয় শত শত মানুষ, বিশেষ করে তরুণ ছাত্র-জনতা।
মুন্সিগঞ্জের পদযাত্রা ঘিরে তৈরি হয় জনস্রোত। ছাত্র-জনতার শ্লোগান, পতাকা ও প্ল্যাকার্ডে মুখর ছিল রাজপথ।
পদযাত্রায় অংশ নেওয়া এনসিপি নেতাকর্মী সারজিস আলম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেন,
“এই দেশ আমার দেশ... বাংলাদেশ... বাংলাদেশ... ইতিহাস-ঐতিহ্যের মুন্সিগঞ্জ থেকে...”
একই দিনে নারায়ণগঞ্জেও বিকেলে জনসভার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন এই নব গঠিত রাজনৈতিক দল।
সানজানা