ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘জি নাইন’ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত

গোপালগঞ্জের ঘটনায় ক্রেডিট নিচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আ’লীগ অ্যাক্টিভিস্টরা

প্রকাশিত: ১২:১৬, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১২:১৮, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জের ঘটনায় ক্রেডিট নিচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আ’লীগ অ্যাক্টিভিস্টরা

গত বুধবার গোপালগঞ্জের হামলার ঘটনার জন্য ক্রেডিট নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আওয়ামী অ্যাক্টিভিস্টরাও। সাম্প্রতিক এই রাজনৈতিক সহিংসতা নিয়ে ‘জি নাইন’ প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, “যেই রাজনৈতিক পরিচয়ের মানুষই নিহত হোক না কেন, এই হত্যাকাণ্ডের ইনিশিয়েটর কিন্তু আওয়ামী লীগই।" 

জি নাইন নেতা অভিযোগ করে বলেন, “সেই গোপালগঞ্জে এর আগেও দেখা গেছে, বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলা হয়েছে। এবারের ঘটনায় এনসিপির ছোট্ট একটি সমাবেশে হামলা হয়েছে, একজন নিহত এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতির স্ত্রী আহত হয়েছেন। সেনাবাহিনীর গাড়ি, এমনকি ইউএনও’র গাড়িতেও হামলা হয়েছে। এতকিছুর পরও পুলিশ পর্যাপ্ত সতর্কতা নেয়নি।”

তিনি পুলিশের ভূমিকা সম্পর্কে বলেন, “যদিও হামলার পর পুলিশের সহায়তায় এনসিপি সমাবেশটি সম্পন্ন করতে পেরেছে, তবুও ঘটনার আগেই যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা হয়নি। পুলিশের এই গাফিলতির তদন্ত হওয়া দরকার, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না সেটাও খতিয়ে দেখা উচিত।”

আওয়ামী লীগের অতীতের গুজবনির্ভর কৌশলের কথা তুলে ধরে তিনি বলেন, “বগুড়ায় এক সময় সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছিল। এখানে গোপালগঞ্জে সেটার পুনরাবৃত্তি হয়েছে। শেখ হাসিনাকে যেন চাঁদে দেখা যায়, সেই আবেগে মাইকিং করে মানুষ উত্তেজিত করে হামলা চালানো হয়েছে।”

ডা. সাখাওয়াত অভিযোগ করেন, “শেখ হাসিনা দু-একটা কথা বললেই কিছু উগ্র সমর্থক উত্তেজিত হয়ে হামলায় লিপ্ত হয়। তাদের এই হঠকারিতা দেশের জন্য বিপজ্জনক। গোপালগঞ্জের ঘটনায় যেটা ইতিবাচক, তা হলো এই হামলার পর দেশের সব রাজনৈতিক শক্তি এনসিপির পাশে দাঁড়িয়েছে। সবাই একই সুরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে।”

সানজানা

×