ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল

জীতেন বড়–য়া,খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭:০২, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১৭:০৩, ১৮ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল

ছবি: দৈনিক জনকণ্ঠ

খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। শুক্রবার সকাল থেকে জেলা শহর ও বিভিন্ন উপজেলা এ ঘটনায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

সকাল ১১ টায়  ধর্ষকদের শাস্তির দাবিতে মানিকছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে ধর্মঘট বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা অপরাধীদের বিএনপির নেতাকর্মী বলে দায়ি করেন।বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা ও হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমা প্রমূখ।

এ ছাড়া শুক্রবার দুপুরে সুষ্ঠু বিচারের  খাগড়াছড়ি শহরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে এক সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরাদের ৭টি সংগঠন। এ সাতটি সংগঠন হলো বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ। 

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, শিক্ষার্থীকে বাঁচানোর জন্য সবাই যখন ব্যস্ত তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রুপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ মামলা হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করেছে। এ সময় তারা কোন মহলের প্ররোচনা বা উস্কানিতে পা দেওয়ার জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক ভিক্টর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জন জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের সভাপতি রুপক ত্রিপুরা ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা। 

উল্লেখ্য গত ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। তবে পরিবার গত বুধবার ১৬ জুলাই রাতে ঘটনাটি জানতে পারে। এরপর বুধবার রাতেই ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন।মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিশোরী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। তবে এ ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।

মামলা হওয়ার পরপরই গতকাল রাতে অভিযুক্ত ছয়জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য  দুই আসামি হলেন মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।তারা সকলেই বিএনপি,যুবদল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মী ।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, চারজন আসামিকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফারুক

×