ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ধুলোয় মিশে গেছে সৌদির মেগা প্রজেক্ট!

প্রকাশিত: ১০:৩৫, ১৮ জুলাই ২০২৫

ধুলোয় মিশে গেছে সৌদির মেগা প্রজেক্ট!

ছবি: সংগৃহীত

লোহিত সাগরের উপকূলে ১৭০ কিলোমিটার দীর্ঘ আধুনিক শহর নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচনের লক্ষ্য নিয়ে সৌদি আরব যে ‘নিওম’ প্রকল্প হাতে নিয়েছে, তা ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অন্যতম প্রধান অংশ।

 

 

এই প্রকল্পের মধ্যমণি ছিল ‘দ্য লাইন’ নামে একটি শহর—যা হবে সম্পূর্ণ কার্বনমুক্ত, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং বাসযোগ্যতার দিক থেকে পৃথিবীর অন্যতম আদর্শ নগরী। প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছিল, শহরটির দৈর্ঘ্য হবে ১৭০ কিলোমিটার এবং এটি হবে একটি সরলরৈখিক শহর। এতে বসবাস করবে ১৫ লাখ মানুষ, সৃষ্টি হবে অন্তত ৩ লাখ ৮০ হাজার কর্মসংস্থান এবং দেশটির অর্থনীতিতে যুক্ত হবে ৪,৮০০ কোটি মার্কিন ডলার।

তবে ২০২৪ সালে আর্থিক সংকটের কারণে সৌদি সরকার প্রকল্পটি ছোট করার ঘোষণা দেয়। এখন ২০৩০ সালের মধ্যে ‘দ্য লাইন’ শহরের দৈর্ঘ্য হবে মাত্র ২.৪ কিলোমিটার। এতে সম্ভাব্য জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৩ লাখে, যা পূর্ব পরিকল্পনার এক-পঞ্চমাংশেরও কম।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমে যাওয়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এবং মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সামরিক উত্তেজনা—এসব কারণে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক ধস নামে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে ঠেকে ৭০ ডলারের নিচে, যা সৌদি অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানে।

 

 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সৌদি সরকারের মেগা প্রকল্প ‘নিওম’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।


 

ছামিয়া

×