ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জেন-জি’র সাথে রোমান্স, আলোচনায় কারিনা

প্রকাশিত: ১৪:০৪, ১৮ জুলাই ২০২৫

জেন-জি’র সাথে রোমান্স, আলোচনায় কারিনা

অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করে বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন কারিনা কাপুর।২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কারিনা।

কারিনা কাপুর খান এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একটি নতুন ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টেও কাজ করেছেন। সূত্রের বরাতে ডেকান ক্রনিকল জানায়, ‘কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব আনবে। স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের, প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন।’

ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোমান্স। যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি বয়সে জেন জি কুড়ির কোঠায়। বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে ‘বয়সের ব্যবধান’ নিয়ে পুরনো বিতর্ক।

ফুয়াদ

×