
ছবি: সংগৃহীত
ভালো নেই জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কার। চলতি বছরের মে মাসে তার দ্বিতীয় ধাপের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। খবরটি অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম নিজেই শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়। আক্রান্ত হওয়ার পর দীপিকা টানা ১১ দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন, যেখানে তাঁর পাশে ছায়ার মতো ছিলেন স্বামী শোয়েব।
পরবর্তীতে দীপিকার শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়, যা প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। তবে এখানেই শেষ হয়নি চিকিৎসা পর্ব। সম্প্রতি শোয়েব জানিয়েছেন, দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে এবং বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। দিনভর তাঁদের একমাত্র সন্তান রুহানের সঙ্গে সময় কাটিয়েছেন দীপিকা।
অন্য একটি ভিডিও বার্তায় শোয়েব জানান, টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিনেই দীপিকার মুখে হঠাৎ করে একটি ক্ষতের সৃষ্টি হয়। চিকিৎসকরা আগেই এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছিলেন, যাতে পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকে। দম্পতি সেই পরামর্শ যথাসম্ভব মেনে চলার চেষ্টা করছেন।
দীপিকার শারীরিক অবস্থার বিষয়ে শোয়েব আরও জানান, তার শরীরে যেখান থেকে টিউমারটি অপসারণ করা হয়েছে, সেই অংশটি ছিল অত্যন্ত জটিল ও আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, এই ধরনের টিউমার বারবার ফিরে আসার ঝুঁকি থাকে। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে দীপিকার শরীরে কোনো ক্যান্সারের কোষ নেই বলেই জানানো হয়েছে।
ছামিয়া