
ছবি: জনকণ্ঠ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ শুক্রবার (১৮ জুলাই)। এ ধাপের ভর্তি কার্যক্রম চলবে ২০ জুলাই পর্যন্ত।
ভর্তি কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ৫০০০ টাকা ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এই ফি ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ১৯ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।
এছাড়া, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ১৯ জুলাই সকাল ১০টা থেকে ২০ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি, ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।
প্রাথমিক ভর্তি বাতিল করতে হলে শিক্ষার্থীকে যে বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দিয়েছেন, সেখানে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
ভর্তি প্রক্রিয়ায় ‘স্টপ অল মাইগ্রেশন’ অপশন নির্বাচন করলে শিক্ষার্থী কেবলমাত্র বর্তমানে ভর্তি হওয়া বিভাগেই অবস্থান করতে পারবেন। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা বিভাগের জন্য মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
অন্যদিকে, ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম অনুযায়ী বিভাগে মাইগ্রেশন সম্ভব, তবে অন্য বিশ্ববিদ্যালয়ে আর বিবেচিত হবেন না।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অনলাইন ফি পরিশোধের নিয়মাবলি পাওয়া যাবে গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে।
মুমু ২