ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নাসির উদ্দিন পাটোয়ারী

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই অবদান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে

প্রকাশিত: ১৭:০৭, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১৭:০৮, ১৮ জুলাই ২০২৫

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই অবদান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই ছাত্র-জনতার গণ-আন্দোলনকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে “এক নতুন অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি গত জুলাইয়ের স্মৃতিচারণ করে লেখেন, “ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের নানা প্রান্তের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছেন।”

তিনি জানান, আন্দোলনে কেউ ব্যানার হাতে অংশ নিয়েছেন, কেউ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আন্দোলনের কৌশলগত দিককে শক্তিশালী করেছেন। কেউ আবার ক্যামেরা হাতে মাঠে ছিলেন, কেউ চিকিৎসাসেবা দিয়েছেন।

স্ট্যাটাসে নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেন, এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ শহীদ হয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন, কেউ গুরুতর আহত হয়েছেন এবং শত শত শিক্ষার্থী গ্রেপ্তার, হয়রানি ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই অবদান বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে।”

নামহীন, অচেনা অনেক মুখকে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধা জানাই সেই সকল মুখকে—যাদের অনেকেই নামহীন, অচেনা, কিন্তু ইতিহাসের পাতায় তারা অমর হয়ে আছেন। আপনাদের আত্মত্যাগ, নেতৃত্ব ও সাহস আমাদের প্রেরণা।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16oQKrFH3R/

 
 

মারিয়া

×