
ছবিঃ সংগৃহীত
শিক্ষা যে কেবল জ্ঞানের দ্বার উন্মোচন করে তা নয়, এটি সংস্কৃতি ও সভ্যতার সেতুবন্ধও গড়ে তোলে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগের দ্বার খুলে দিয়েছে মিশর সরকার। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মিশরের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নের উদ্দেশ্যে EGAID বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ঢাকায় অবস্থিত মিশর আরব প্রজাতন্ত্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা মিশরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এসব শিক্ষাক্রমে পাঠদানের মাধ্যম হবে আরবি ভাষা। ফলে, যারা ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে চান, তাদের জন্য এটি একটি বিরল সুযোগ।
বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা না পড়লে তা গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫।
ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যারা মিশরের বিশিষ্ট শিক্ষাঙ্গনে উচ্চশিক্ষার স্বপ্ন লালন করেন, তারা যেন যথাসময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য আগ্রহীরা ঢাকায় অবস্থিত মিশর দূতাবাসে যোগাযোগ করতে পারেন।
জ্ঞান অন্বেষণের এই পথযাত্রায় সকল শিক্ষার্থীকে জানানো হচ্ছে আন্তরিক শুভকামনা।
নোভা