ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

আমাদের উপর নির্দেশনা আছে, আপনারা যদি রাস্তায় বের হন আমরা কিন্তু গুলি চালাবো

প্রকাশিত: ১১:২৮, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১১:৪৯, ১৮ জুলাই ২০২৫

আমাদের উপর নির্দেশনা আছে, আপনারা যদি রাস্তায় বের হন আমরা কিন্তু গুলি চালাবো

ছবি: সংগৃহীত

গত বছর ১৮ জুলাই, ২০২৪-এর স্মৃতিচারণ করে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) তাদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে র‍্যাব-৫ এর এএসপি রাজন কুমার সাহার বিচার দাবি করা হয়েছে। ভিডিওটি গত বছর শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের সময় ধারণ করা হয়েছিল।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮নং গেটে গোপনে মোবাইল ক্যামেরায় ধারণ করা মাত্র সাত সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, এএসপি রাজন কুমার সাহা শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, "আমাদের উপর নির্দেশনা আছে, আপনারা যদি রাস্তায় বের হন আমরা কিন্তু গুলি চালাবো।"

ভিডিওটির ক্যাপশনে আরও লেখা ছিল, "বেলা গড়াতেই শুরু হয় যুদ্ধ, সশস্ত্র হাসিনা বাহিনী বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।" এই ভিডিওটি পুনরায় আপলোড করে PUNAB প্রশ্ন তুলেছে, "র‍্যাব-৫ এএসপি রাজন কুমার সাহার বিচার কবে হবে?" এর মাধ্যমে গত বছরের ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সংঘটিত ঘটনার বিচারহীনতার সংস্কৃতির প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

তথ্যসূত্র: https://www.facebook.com/watch/?v=1728223204454133&rdid=RIPvBokb15WA50Kb

সাব্বির

×