
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের সময় ভাইরাল হওয়া বক্তব্য এবং তার প্রভাব নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন আলোচিত মুখ সামি। সেই আন্দোলনে তার দেওয়া বক্তব্য কোটি মানুষের হৃদয় ছুঁয়েছিল, অনেকের কাছে তা ছিলো এক রকমের আত্মজাগরণের বার্তা।
সাক্ষাৎকারে সামিকে প্রশ্ন করা হয়— “তুমি জুলাই আন্দোলনে অনেকগুলো কথা বলেছিলে, যেগুলো ভাইরাল হয়েছিলো। তোমার দ্বারা কোটি মানুষ অনুপ্রাণিত হয়েছিলো। এই বিষয়টি এখন তোমার কেমন লাগে?”
সামি জবাবে বলেন, “এটা খুব ভালো এবং নতুন এক অনুভূতি। আমার বাবা এখন আমাকে নিয়ে গর্ব করেন—সন্তান হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের।”
সাক্ষাৎকারে ফিরে দেখা হয় জুলাই আন্দোলনের সময় তার দেওয়া সেই আলোড়ন সৃষ্টিকারী বক্তব্যের দিকেও, যেখানে সামি বলেছিলেন—
“খোদা তায়ালা আমাদের যে মর্যাদা ও সম্মান দিয়ে তৈরি করেছেন, তা আমরা নিজেরাই নষ্ট করি মিথ্যা বলে ও মিথ্যার জীবনযাপন করে। আজ যারা অনৈতিক জীবন যাপন করছে বা তাতে সমর্থন দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে মিথ্যার পক্ষ নিচ্ছে এবং নিজের সম্মানকেই ছোট করছে।"
তিনি আরও বলেন, "বিশ্বাস করেন ভাই, মানুষ মৃত্যুর পাঁচ মিনিট আগে একটা আয়না দেখতে পায়, যেখানে সে তার সারাজীবনের প্রতিচ্ছবি দেখে। তখন প্রশ্ন আসে— আপনি নিজেকে সেই আয়নায় কেমন দেখতে চাইবেন? একজন দুর্নীতিগ্রস্ত রাজাকার হিসেবে, না একজন গর্বিত সত্যবাদী মানুষ হিসেবে?”
আরেকটি প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, “আল্লাহ মানুষকে এত বুদ্ধি দেওয়ার পরও মানুষ এত অন্যায় করে কেনো? তাদের বুদ্ধি কেন কাজ করে না বলে মনে হয়?”
সামি এর জবাবে বলেন, “এর পেছনে কয়েকটি কারণ আছে। আমাদের জন্মের সময় আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, যাতে আমরা সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারি। কিন্তু আমাদের হাতে যখন ক্ষমতা ও সুযোগ আসে, তখনই আসল পরীক্ষা হয়। তখন কেউ কেউ শয়তানের প্ররোচনায় বা নিজের লোভে ভুল রাস্তা বেছে নেয়।”
নোভা