
ছবি:সংগৃহীত
আজ সিঙ্গাপুরে জাতীয় উন্নয়ন মন্ত্রণালয় এবং এনপার্কস একসঙ্গে উদযাপন করছে সিঙ্গাপুর বোটানিক গার্ডেনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করার ১০ম বার্ষিকী।
২০১৫ সালে জার্মানির বনে অনুষ্ঠিত ইউনেস্কোর সভায় এই ঐতিহাসিক স্বীকৃতি ঘোষণা করা হয়েছিল। সেদিনের স্মৃতি এখনও অনেকের মনে জ্বলজ্বল করে। সেই সময় সংস্কৃতি, সম্প্রদায় ও যুব মন্ত্রণালয়ের (MCCY) প্রতিনিধি হিসেবে সিঙ্গাপুর দলকে নেতৃত্ব দেন এক সিনিয়র প্রতিনিধি। তিনি বলেন,
"ঘোষণাটি শোনার পর আমরা সকলে উদযাপনে ফেটে পড়েছিলাম। এটি সিঙ্গাপুরের জন্য এক গর্বিত এবং অবিস্মরণীয় মুহূর্ত ছিল।"
গত এক দশকে সিঙ্গাপুর বোটানিক গার্ডেন হয়ে উঠেছে এক জাতীয় সম্পদ। এটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং সিঙ্গাপুরবাসীর জন্য একটি সবুজ আশ্রয়স্থল ও প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ ও ঐতিহ্যের প্রতি দেশের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।
এ উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রয়েছে প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, ঐতিহ্যবাহী বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশেষ প্রদর্শনী।
জাতীয় উন্নয়ন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "এই মূল্যবান উত্তরাধিকার আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য আরও বহু দশক ধরে লালন করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"
উল্লেখ্য, সিঙ্গাপুর বোটানিক গার্ডেন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম স্থান হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়।
মারিয়া