
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল তাঁর প্রয়াত বন্ধু আবিদের জন্মদিনে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বন্ধু হারানোর দীর্ঘ ১৪ বছর পরও তাঁর স্মৃতিকে মুছে ফেলতে পারেননি পুতুল।
লেখার শুরুতেই তিনি স্মরণ করেন, “আমার জন্মদিনের পাঁচ দিন পর তোর জন্মদিন। আমার জন্মদিনের পনেরো দিন পর তোর চলে যাওয়া।” এরপর মৃত্যুকে মেনে নিতে তাঁর আজও কষ্ট হয় বলে উল্লেখ করেন, “আচ্ছা, মৃত্যুদিন লিখতে আজও হাত কাঁপে কেনো রে?... ‘মৃত্যু’ শব্দটাই বলতে পারি না, লিখতে পারি না তোর ক্ষেত্রে।”
আবিদের সঙ্গে বন্ধুত্বের গভীরতা ও শুদ্ধতাকে স্মরণ করে পুতুল লেখেন, “মাঝে মাঝে ভাবি তুই বেঁচে থাকলে বন্ধুত্বটা আরও শক্তপোক্ত হতো? নাকি কোনো ভুল সময়ের অভিমানে থমকে যেতো... হয়তো হাল্কা ঝাপসা হয়ে যেতো বন্ধুত্বটা এতোদিনে। তাহলে ভালোই হলো। আমরা চিরকালের বন্ধু হয়ে থেকে গেলাম।”
তিনি জানান, চৌদ্দ বছরে জীবনের অনেক কিছুই বদলেছে, কিন্তু বন্ধুর প্রতি তাঁর অভিমান আজও তীব্র। স্ট্যাটাসের শেষাংশে প্রশ্ন রাখেন, “কেনো চলে গেলি অতোটা অসময়ে সেই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত।”
আবেগঘন এই স্ট্যাটাসে বন্ধুত্ব, অভিমান এবং শূন্যতার মিশেল তৈরি করেছে এক অন্তরাল স্পর্শ। সংগীতের বাইরে পুতুলের এই মানবিক অনুভব পাঠক ও অনুসারীদের হৃদয়েও নাড়া দিয়েছে।
ছামিয়া