ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দুই দশক ধরে অবহেলিত হিঙ্গুলী ইসলামপুর সড়ক

বিএনপি-অধ্যুষিত এলাকা বলে সড়ক উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়নি

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:২১, ১৮ জুলাই ২০২৫

বিএনপি-অধ্যুষিত এলাকা বলে সড়ক উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়নি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর সড়কের বেহাল অবস্থা। বিএনপি-অধ্যুষিত এলাকা বলে সড়ক উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়নি—এমন অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা বলেন, যেখানে বিএনপির এলাকা মনে হতো, সেখানে কোনো রাস্তাঘাটে বরাদ্দ দেওয়া হতো না।

তারপরও উন্নয়নের জোয়ারে ভাসছে মিরসরাই—এমন দাবি ছিল বিগত ফ্যাসিস্ট অনুসারীদের। সত্যিকারের কাজ ছিল টাকার ভাগাভাগি। উপজেলা থেকে শুরু করে ঠিকাদারের কাজ ছিল দলের পার্সেন্ট, ব্যক্তির পার্সেন্ট, ইঞ্জিনিয়ারের পার্সেন্ট দিয়ে উন্নয়ন কাজকে নয়-ছয় করা। বড় বড় প্রকল্প বানিয়ে লুটপাট করা হয়েছে সরকারি টাকা।

১০ হাজার মানুষের বসবাস এই অজপাড়া গাঁয়ে। কৃষিপ্রধান এই অঞ্চলে সড়কটির বেহাল দশায় ভোগান্তির শেষ নেই। কোথাও ভেঙে গেছে কালভার্ট, কোথাও ছোট-বড় গর্ত, আর কোথাও কাদায় ভরা। দেখে মনে হবে যেন চাষের জমি। গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দায় হয়ে গেছে।

হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই সড়কের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার জুড়ে কেবল ভোগান্তি আর ভোগান্তি। কৃষিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম এ সড়কের ভোগান্তি দীর্ঘ দুই দশক—বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মো. সোলায়মান বলেন, “সরকার আসে সরকার যায়, আমাদের ভোগান্তি থেকেই যায়। বিএনপির ভোটার বেশি তাই বিগত সময়ে এলাকায় হয়নি কোনো উন্নয়ন।”

বিএনপি নেতা নাজমুল হক সোহাগ বলেন, “আমাদের এই এলাকাটি শুধু জনবসতিপূর্ণ এলাকা নয়, কৃষিনির্ভর এলাকাও বটে। অত্র অঞ্চলের কৃষিজ পণ্যের মাধ্যমে আমাদের আশপাশের বাজারের চাহিদা পূরণ হয়। অথচ এই সড়কটির কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।”

মিরসরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী রনি সাহা জানান, “সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে শীঘ্রই সড়কটি সংস্কার কাজ শুরু করা হবে।”

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান,
“অবহেলিত সড়কগুলো সংস্কারের জন্য এলাকা ভিত্তিক তালিকা প্রণয়নের কাজ চলছে। এ সড়কটি তালিকাভুক্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।” 

সানজানা

×