মুসলিম বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পরপরই শুরু হয় কবরজীবনের এক কঠিন পরীক্ষা। ফেরেশতারা কবরস্থ ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করেন,যার উত্তর নির্ধারণ করে পরবর্তী জীবন, জান্নাত না জাহান্নাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন, যা কবরের প্রশ্ন সহজ করে দিতে পারে।