
ছবি: সংগৃহীত।
সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত তরুণী মেহরীন আহমেদের ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও খতিব শায়খ আহমাদুল্লাহ। মেহরীন সম্প্রতি তার বাবা-মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বিষয়টি নিয়ে দেশজুড়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক।
এ প্রেক্ষাপটে সোমবার (১৪ জুলাই) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়ছোঁয়া স্ট্যাটাসে লিখেছেন,
এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা-মার কথা ভাবছি। তারা হয়তো সব আবেগ, মমতা, ভালোবাসা ঢেলে মেয়েটিকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানই একদিন তাদের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে, তা কি কেউ ভাবতে পেরেছিল?”
তিনি আরও লেখেন,“সন্তানদের ভোগবাদী ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলার দায় আমাদেরই। ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে সন্তানরা হয়ে উঠছে বেপরোয়া। তাই এখনই সময় সন্তানদের শুধু পড়াশোনা নয়, ঈমান, আত্মপরিচয় ও মূল্যবোধ শেখানোর।”
শায়খ আহমাদুল্লাহ বলেন, বাবা-মায়ের শাসনই সন্তানদের জীবনের সবচেয়ে বড় দিকনির্দেশক ছিল, যা আজকের সাফল্যের মূল ভিত্তি। কিন্তু বর্তমান সমাজে সন্তানরা সেই মূল্যবোধ ভুলে যাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন,“যদি এখনো না শুধরাই, তবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে। তখন আফসোস ও হতাশাই হবে আমাদের একমাত্র সঙ্গী।”
নুসরাত