ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে গৃহবধূ হত্যায় অভিযুক্ত শাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:০৩, ১৫ জুলাই ২০২৫

নীলফামারীতে গৃহবধূ হত্যায় অভিযুক্ত শাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি শাশুড়ি ফারজিনা বেগমকে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত গভীর রাতে রাজশাহী র‌্যাবের একটি দল উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ফারজিনা বেগম (৫৫) নীলফামারী জেলার ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী। তিনি গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের কয়েকজন সদস্য গৃহবধূকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর অবস্থায় তাকে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গৃহবধূর স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি ফারজিনা বেগমকে আসামি করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে ফারজিনা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

মিমিয়া

আরো পড়ুন  

×