ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!’–ইবিতে প্রতীকী প্রতিবাদ মিছিল 

আজাহারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:৩৭, ১৫ জুলাই ২০২৫

‘তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!’–ইবিতে প্রতীকী প্রতিবাদ মিছিল 

‘তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!’ ‘কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার! স্বৈরাচার!’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতীকী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল শুরু হয়। 

এসময় শিক্ষার্থীরা– ‘তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!’ ‘কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার! স্বৈরাচার!’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার!’, ‘যে হবি স্বৈরাচার, তাকেই বলবো বাংলা ছাড়’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা ক্যাম্পাস ফটক সংলগ্ন এলাকায় সমবেত হন। 

মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, গোলাম রব্বানী, মোবাশ্বির আমিন, পারভেজ হাসান চয়ন, জাস্টিস ফর জুলাইয়ের রেজোয়ান আহমেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

বক্তব্যে ইয়াসিরুল কবির বলেন, জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। এই দিন থেকেই আমাদের আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। আমরা অধিকার নিশ্চিতের জন্য আন্দোলনে নেমেছিলাম। আর স্বৈরাচার সরকার আমাদের রাজাকার সম্বোধন করেছিল। তাই গোটা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল। তেমনি আমাদের ক্যাম্পাসেও ১৫ মিনিটের ঘোষণায় সবাই সমবেত হয়েছিল। আওয়ামী যে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছিল, ধাপে ধাপে সেই ন্যারেটিভ পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। সেটি আমরা জুলাই স্পিরিট ও আন্দোলনের আকাক্সক্ষার মাধ্যমে ধ্বংস করতে পারবো বলে আশা করি।’

 

রাজু

আরো পড়ুন  

×