ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এনসিপি’র পদযাত্রায় আমন্ত্রণ জানিয়ে রাজবাড়ীর পুত্রবধূ তাসনিম জারা’র স্ট্যাটাস

সোহাগ মিয়া, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজবাড়ী   :

প্রকাশিত: ০১:৩৯, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০১:৩৯, ১৬ জুলাই ২০২৫

এনসিপি’র পদযাত্রায় আমন্ত্রণ জানিয়ে রাজবাড়ীর পুত্রবধূ তাসনিম জারা’র স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জুলাই পদযাত্রা প্রোগ্রামে সকলকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়ে কথা বলেন।

তাসনিম জারা স্ট্যাটাসে বলেন, “রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভুথানের নেতাদের সাথে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার, তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজবাড়ী জেলা শহরে রেলগেটে পদযাত্রায় অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৭ জুলাই রাজবাড়ীর প্রোগ্রাম সফল করতে ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি এই প্রোগ্রামে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতারা উপস্থিত থাকবেন।

ফারুক

×