ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জুলাই শহীদ দিবস: স্মরণে ও শপথে

মহি উদ্দিন জাবের, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ০৭:৩৫, ১৬ জুলাই ২০২৫

জুলাই শহীদ দিবস: স্মরণে ও শপথে

ছবি: সংগৃহীত

আজ ১৬ জুলাই। প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে “জুলাই শহীদ দিবস”, ২০২৪ সালের সেই বিক্ষুব্ধ, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিকে সামনে রেখে, যখন অপশাসনের বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষের হাতে।

শাসনযন্ত্রের দীর্ঘদিনের নিপীড়ন, প্রতারণা ও দমন যেদিন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, মানুষ নেমে আসে রাস্তায়। সেই আন্দোলন শুধু একটি শাসকের পতন নয়, ছিল একটি জনগোষ্ঠীর আত্মমর্যাদা পুনরুদ্ধারের ঐতিহাসিক প্রয়াস। সেই প্রয়াস রঞ্জিত হয় আত্মত্যাগে।

আন্দোলনের শহীদরা ছিলেন নিরস্ত্র, কিন্তু ন্যায়ের পক্ষে ছিলেন অবিচল। তাঁদের সম্মানে আজকের এই দিবস। এটি কেবল একটি সরকারি গেজেটের তারিখ নয়, বরং একটি জনগণের অভিজ্ঞতাকে ইতিহাসে স্থান দেওয়ার সময়োপযোগী সাহসিকতা।

১৬ জুলাই ২০২৪ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকে পুলিশের গুলিতে শহীদ হন তরুণ প্রতিবাদকারী আবু সাঈদ। তাঁর শান্ত অথচ ধ্বনিত উচ্চারণ “গুলি করুন, আমি বুকে নিচ্ছি”  আজ ইতিহাসের এক প্রতীকী বাক্য হয়ে আমাদের কানে বাজে।

আবু সাঈদের শাহাদত আন্দোলনের কেন্দ্রীয় মুহূর্তে এক প্রতিরোধের দৃশ্যমান রূপ হয়ে ওঠে যেখানে ব্যক্তি আত্মত্যাগ রাষ্ট্র ও জনগণের সম্পর্কের নতুন ভাষ্য নির্মাণ করে।

আজ আমরা স্মরণ করি তাদের যারা “জুলাই শহীদ” হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। এবং তাদেরও, যাদের নাম আলোচনার বাইরে রয়ে গেছে, কিন্তু ইতিহাস যাদের কাছে ঋণী। আহতদের রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে “জুলাই যোদ্ধা” হিসেবে, এই স্বীকৃতি শুধু মর্যাদার নয়, দায়িত্বেরও।

জুলাই শহীদ দিবস হোক কেবল স্মরণের দিন নয় 
হোক ন্যায়ের পথে এক জাতির অবিচল অঙ্গীকার।

মুমু ২

×