ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল কন্যা শিশুর

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ জুলাই ২০২৫

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল কন্যা শিশুর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি আটভাইপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাবিহা খাতুন নামের দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাবিহা ওই গ্রামের শাহজামালের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে সাবিহার মা সকালের নাস্তার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েন। তার বাবাও কাজের উদ্দেশ্যে কৃষি মাঠে চলে যান। এরই মধ্যে সাবিহা খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির আঙিনার পুকুরে পড়ে যায়। কিছু সময় তাকে কাছে না পেয়ে খুঁজতে থাকেন তার স্বজনরা।

একপর্যায়ে বাড়ির আঙিনার পুকুরের পানিতে সাবিহার নিথর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য প্রথমে বারোমারী খ্রিস্টান মিশনারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ক্লিনিক কর্তৃপক্ষ নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবিহাকে মৃত ঘোষণা করেন।

আফরোজা

×