ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ২০:৩৮, ১৬ জুলাই ২০২৫

নড়াইলে জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা

সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে (পিতা-পুত্র) হত্যা করেছে। নিহতরা হলেন বাহির পাড়া গ্রামের জাহাঙ্গির শেখ ও তার ছেলে নাহিদ শেখ।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে লোহাগড়া থানা পুলিশ সোহান ও কবির নামের দু’জনকে আটক করেছে।  

এলাকাবাসি, পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গির শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু'পক্ষ সালিশ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত জাহাঙ্গির শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) কাটছিলেন। এসময় মান্দার শেখ ও তার ছেলেরাসহ তাদের পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গির শেখ ও নাহিদ শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গির শেখ ঘটনাস্থলেই মারা যান।

আহত নাহিদ শেখকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্র্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহান ও কবির নামে দু’জনকে আটক করা হয়েছে।
 

হ্যাপী

×