
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি 'জুলাই পথযাত্রা'কে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড থেকে পোনা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ডের ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধ করে নেতাকর্মীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা', 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে' ইত্যাদি স্লোগান দেন তারা।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আফরোজা