
ছবি: জনকণ্ঠ
চরফ্যাসনে সম্প্রতি হওয়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধান বীজ বিতরণ শুরু করেছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ওসমানগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কৃষকের বীজতলা পরিদর্শন করে দুর্যোগে জরুরী সাড়াদান এর আওতায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা এর উপ পরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
ওসমানগঞ্জের কৃষক আবদুস সাত্তার বলেন, এবারের অতিবৃষ্টিতে আমাদের বীজতলা ডুবে গিয়ে আমন ধানের চারা ব্যাপকভাবে নষ্ট হয়েছে। কৃষি বিভাগ থেকে ধান বীজ পেয়েছি, বীজ তলার পানি শুকিয়ে আমনের বীজ আবারো রোপণ করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, অতিবৃষ্টিতে উপজেলার কৃষকরা ক্ষতির মুখে পড়েছে, বিশেষভাবে রোপা আমন ধানের বীজতলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কাছে সংরক্ষিত কিছু পরিমান আমন ধান বীজ আছে, মাঠ পর্যায়ে ভিজিট করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তাৎক্ষণিক আমনের বীজ বিতরণ শুরু করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা এর উপ পরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক বলেন, ভোলা জেলায় অতিরিক্ত বৃষ্টি পাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নিতে আমরা মাঠে ঘাটে ঘুরে দেখছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করছি। এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগ কৃষকের পাশে রয়েছে।
শিহাব