ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল, খুলনা

প্রকাশিত: ১৫:৫৫, ১৬ জুলাই ২০২৫

নড়াইলে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জাহাঙ্গীর শেখ (৫০)। তার ছেলে নাহিদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বহুবার সালিশ-বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ নিজেদের দাবি করা জমির সীমানায় বাঁধ কাটতে গেলে মান্দার শেখ, তার ছেলে ও আরও কয়েকজন অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর শেখকে উপর্যুপরি কোপায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ছেলে নাহিদ শেখকে গুরুতর আহত অবস্থায় প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নড়াইল সদর হাসপাতালে এবং অবশেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রামে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেখ ফরিদ 

×