ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তিতুমীরের অধ্যক্ষ

জুলাই পরবর্তী সময়ে সর্বপ্রথম দরকার ছিল শিক্ষা সংস্কার

তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫১, ১৬ জুলাই ২০২৫

জুলাই পরবর্তী সময়ে সর্বপ্রথম দরকার ছিল শিক্ষা সংস্কার

জুলাই পরবর্তী সময়ে সর্বপ্রথম দরকার ছিল শিক্ষা সংস্কার করা। 'জুলাই শহীদ দিবস ২০২৫' উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. আতিকুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক এবং তিতুমীর কলেজের জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও তিতুমীর কলেজের শহীদ শিক্ষার্থী মামুন মিয়ার বড় ভাই, শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই শহীদরা ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।

আলোচনা সভায় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আতিকুজ্জামান বলেন, বাংলার তিনশো বছরের ইতিহাসে যতবার মানুষের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে, ততবার বাংলার মেহনতি মানুষ নিজের তাজা রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। এর একটি উজ্জ্বল প্রমাণ ২০২৪-এর জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক নিরব হাসান সুজন বলেন, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা জুলাই আন্দোলন সফল করতে পেরেছি, কিন্তু এখনো আমরা জুলাই আন্দোলনকে ধারণ করতে পারিনি। জুলাই পরবর্তী সময়ে এখনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। স্বাধীনভাবে কথা বলতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে স্বৈরাচার আমলের মতো হত্যা, নির্যাতন করা হচ্ছে। আমরা এখনো দেশে সহনশীলতার পরিবেশ আনতে পারিনি। যতদিন পর্যন্ত আমরা জুলাইকে ধারণ না করতে পারব, ততদিন দেশের এই অপরাজনীতি হাওয়া সম্ভব না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের জন্য আমরা আবার নতুন করে স্বাধীন হতে পেরেছি। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। জুলাই পরবর্তী সময়ে 'সংস্কার' বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। আমার মতে, জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে বড় সংস্কার হওয়া দরকার ছিল শিক্ষা সংস্কার। বর্তমানে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে দিচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে। আমাদের সর্বপ্রথম এই শিক্ষাব্যবস্থা সংস্কার করতে হবে।

সানজানা

আরো পড়ুন  

×