ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফেসবুক স্ট্যাটাসে জান্নাতুন নাইম প্রীতি

জুলাই আন্দোলন আমাকে শিখিয়েছে একফোঁটা প্রতিদান আশা না করে দেশের জন্য দাঁড়াতে হবে

প্রকাশিত: ১৯:৩৩, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৪, ১৬ জুলাই ২০২৫

জুলাই আন্দোলন আমাকে শিখিয়েছে একফোঁটা প্রতিদান আশা না করে দেশের জন্য দাঁড়াতে হবে

ছবিঃ সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখিকা জান্নাতুন নাইম প্রীতি এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে জুলাই আন্দোলন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “জুলাই আন্দোলন আমাকে শিখাইছে একফোঁটা প্রতিদান আশা না করে দেশের জন্য দাঁড়াতে হবে।”

স্ট্যাটাসে প্রীতি উল্লেখ করেন, “আপনি দুনিয়ার যে প্রান্তেই থাকেন না কেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। গত জুলাইয়ে যারা আমাকে ছবি, ফুটেজ ও ভয়েস রেকর্ড পাঠিয়েছেন, আমি তা আমানতের মতো করে রেখেছি এবং নির্দিষ্ট আন্তর্জাতিক মিডিয়ায় পাঠিয়েছি।”

তিনি আরও বলেন, “অলিম্পিকের সময় প্যারিস মিডিয়া সেন্টারে দাঁড়িয়ে আমি সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্টকে সমালোচনা করে স্টেটমেন্ট দিয়েছি। তারা যদি হাসিনার নীতিতে চলত, তাহলে পার্মানেন্ট রেসিডেন্স না নিয়ে দেশে ফিরে যেতে হতো। এবং হাসিনা যদি টিকত, আমাদের মতো মানুষদের ফ্যামিলির কি হতো সেটা আমরা জানি।”

জান্নাতুন নাইম প্রীতি আরও অভিযোগ করেন, “যে ভাই ও আপুরা জুলাই বেচতেছেন বেচেন, এরমধ্যে যেসব যোদ্ধারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের ব্যাপারে চুপ থাকেন। নিজেদের স্বার্থের জন্য গুমের শিকার ভিক্টিমকে অপবাদ দিচ্ছেন, দেন। ”

তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “ইতিহাস লেখা হয় তিনবার—বিজয়ীর হাতে, বিজিতের হাতে, আর ভিক্টিমের হাতে। আপনি কোন ইতিহাসে থাকতে চান, সেটা নিজেই ঠিক করে নিন।”

তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, “নেত্রী থাকার পরেও একজন ধর্ষণ মামলার আসামিও গ্রেফতার হয়নি। আনসারদের শাড়ি চুরি উপহার নারীদের অপমান করা হয়েছে। নারী নিপীড়কদের ফুলের মালা দেওয়া হয়েছে। অথচ আমাদের মতো রিয়েল ফাইটারদের লেখা হতে হয়েছে—
‘ধর্ষক হয় না আটক, চলে নারী দিবসের নাটক।’”

স্ট্যাটাসের একেবারে শেষ দিকে এসে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “জুলাই আন্দোলন কোনো নাটক না। আমরা হাসিনাকে বিরক্ত হয়ে বলেছিলাম—নাটক কম করো পিও। আপনারা প্রিয় হয়ে উঠতে পারলেন না, কিন্তু নাটক শুরু করে দিলেন? হায়রে জুলাই আন্দোলন, হায়রে দেশের মানুষের রক্তের অপব্যয়!”

সূত্রঃ https://www.facebook.com/share/p/1HuKdsBLZH/

ইমরান

আরো পড়ুন  

×