
ছবি: জনকণ্ঠ
জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায়।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জুলাই শহিদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন, সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. নাসরুল্লাহ। তিনি জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভিসি, প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার। এছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দুপর ১২ টায় নগরীর তেঁতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভবন-২ এ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই শহিদদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে শহিদদের স্মরণে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার (সিএসই) বিভাগের লেকচারার আবু নাঈম খান। উক্ত অনুষ্ঠানেও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার, ভিসি, রেজিস্ট্রার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন, ড. ইমজামাম-উল-হোসেন, প্রক্টর, শাকিল আহমেদ, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিহাব