ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

যবিপ্রবির পিইএসএস ক্লাবের  নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

মোঃ ইমরান হোসেন,  কনট্রিবিউটিং রিপোর্টার, যবিপ্রবি 

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ জুলাই ২০২৫

যবিপ্রবির পিইএসএস ক্লাবের  নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

ছবি: দৈনিক জনকণ্ঠ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) ক্লাবের ভোটগ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী  তুষার আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ: রহমত আলী।

মঙ্গলবার (১৫ জুলাই) পিইএসএস বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি  রায়হান আহম্মদ সহ নির্বাচিত ১০ জন সদস্যরা হলেন এস.এম. আর্শিনুল বাহার, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আইভি আক্তার অরিন, মোঃ শাওন হোসেন, সিমান্ত বিশ্বাস, মোঃ আবু কাশেম, নিলয় বিশ্বাস, শ্রেয়া ভৌমিক জৈতা, কাজী মাজিদুর রহমান(আহাদ), মোঃ শফিকুল ইসলাম ।

কমিটির নেতারা ক্লাবের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।বিভাগের শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ক্লাবকে আরও কার্যকর ও গতিশীলভাবে পরিচালনা করবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া ক্লাবটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সহযোগী প্রফেসর ড.মোঃ হামিদুর রহমান, প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা।

ফারুক

×