
ছবি: সংগৃহীত।
গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির কারণে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা শুধুমাত্র ওই জেলায় স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য জেলার পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের সকালবেলার পরীক্ষা গোপালগঞ্জ জেলার জন্য স্থগিত করা হয়েছে। বিকেলের সময়সূচিতে গোপালগঞ্জে কোনও পরীক্ষা না থাকায় সেগুলোতে স্থগিতাদেশ প্রযোজ্য নয়।
বোর্ড জানিয়েছে, গোপালগঞ্জ জেলার স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
নুসরাত