ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪১, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা। এসময় সড়কে বাঁশ ও ইট ফেলে উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পড়তে হয়।

স্থানীয়রা জানায়, এনসিপির নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় উভয় লেনে মহাসড়ক অবরোধ সৃষ্টি করে অবস্থান করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী নানা স্লোগান দেন। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করা হয়েছিল। এক ঘন্টা পর সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মহাসড়কের অবরোধ তুলে নেয়া হয়েছে। এখনো আমাদের নেতাকর্মীরা সাইনবোর্ড এলাকায় অবস্থান করছেন। তিনি বলেন, যখন প্রথম দিকে হামলার ঘটনাটি ঘটেছে তখন আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে। এ বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। আমরা এ হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, তারা আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। এখনও মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আধাঘন্টা মহাসড়ক অবরোধ করা হয়েছিল। এখনও এনসিপি’র ৪০-৫০ নেতাকমী মহাসড়কের পাশে অবস্থান করছেন। 

রাজু

আরো পড়ুন  

×