ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. কামরুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ১৯:৩০, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪০, ১৬ জুলাই ২০২৫

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, অধ্যক্ষ মিয়া মোহাম্মদ সেলিম, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক কাউসার বেগম, শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলামসহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাজু

×