ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদযাপন

প্রকাশিত: ১৪:৩৬, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৩৬, ১৬ জুলাই ২০২৫

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদযাপন

ছবি- দৈনিক জনকণ্ঠ

বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন পালিত হয়েছে। রাজধানীর মিরপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন (এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আহত শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এরপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসিবুল ইসলাম ২০২৪ সালের জুলাই অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অন্বেষণা বণিক “জুলাই গণঅভ্যুত্থান ও July Women’s Day”-কে ঘিরে তার বক্তব্য উপস্থাপন করেন।

ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিশ্বজুড়ে সংঘটিত গণঅভ্যুত্থান আমাদের প্রেরণা যোগায়। জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক দলিল, যা বিশ্বব্যাপী স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তথ্যপ্রযুক্তি ও মেরিটাইম সেক্টরের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের স্মার্ট প্রযুক্তি, এআই, রোবটিক্স, গ্রাফিক্স ডিজাইন, ড্রোন ও চ্যাটজিপিটি ব্যবহারে পারদর্শী হয়ে উঠতে হবে।” পাশাপাশি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের উপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিশেষে দোয়া ও মোনাজাত এবং গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

নোভা

×