
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। আজ বুধবার(১৬ জুলাই) রাত ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেইসাথে জেলা বিএনপি পরিচালনার জন্য ৫ সদস্যের (আংশিক) আহবায়ক কমিটিও ঘোষনা করা হয় একই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক মো: সেলিম ফারুক, যুগ্ন আহবায়ক তিনজন সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।প্রসঙ্গঃ ২০২০ সালের ১৬ জানুয়ারী সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জরুহুল আলম নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৫ বছর ৬ মাস পর উক্ত কমিটি বিলুপ্ত করা হলো বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
রাজু