ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফোন স্লো হলে এই ৪টি অ্যাপ এখনই আনইনস্টল করুন

প্রকাশিত: ২২:৩২, ১৬ জুলাই ২০২৫

ফোন স্লো হলে এই ৪টি অ্যাপ এখনই আনইনস্টল করুন

ছবিঃ সংগৃহীত

অনেক সময় দেখা যায়, স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হঠাৎ করেই ডিভাইসটি স্লো হয়ে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি হচ্ছে, চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিংবা হ্যাং হয়ে যাচ্ছে। এর পেছনে অন্যতম কারণ হতে পারে কিছু অপ্রয়োজনীয় বা ক্ষতিকর অ্যাপ, যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের র‍্যাম ও ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, নিচের ৪টি ধরনের অ্যাপ ফোনে থাকলে এখনই আনইনস্টল করে ফেলুন—

১. ফ্রি ভিপিএন অ্যাপ

বেশিরভাগ ফ্রি VPN অ্যাপে থাকে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, ট্র্যাকার এবং কখনো কখনো ম্যালওয়্যারও। এগুলো শুধু ফোনকে ধীরগতির করে না, বরং ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে ফেলে।

২. জাঙ্ক ক্লিনার বা বুস্টার অ্যাপ

অনেকেই ফোন ক্লিন বা স্পিড বুস্ট করার জন্য "RAM Booster" বা "Phone Cleaner" টাইপ অ্যাপ ব্যবহার করেন। বাস্তবতা হলো, এই অ্যাপগুলো নিজেরাই ব্যাকগ্রাউন্ডে চলে র‍্যাম খরচ করে এবং ফোনকে আরও ধীর করে তোলে।

৩. লাইট ব্যাটারি সেভার অ্যাপ

ব্যাটারি বাঁচানোর নামে এই অ্যাপগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্রসেস বন্ধ করার ভান করে, কিন্তু আসলে নিজেরাই বেশি ব্যাটারি খরচ করে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো শুধুমাত্র বিজ্ঞাপন দেখাতে ব্যবহৃত হয়।

৪. অপরিচিত স্ক্যানার বা অ্যান্টিভাইরাস অ্যাপ

Google Play Store ছাড়া অন্য উৎস থেকে ডাউনলোড করা অ্যান্টিভাইরাস বা স্ক্যানার অ্যাপগুলো বিপজ্জনক হতে পারে। অনেক ক্ষেত্রে এগুলো স্পাইওয়্যার হিসেবে কাজ করে এবং ফোন স্লো করার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি করে।

করণীয়

✔ ফোনে শুধু প্রয়োজনীয় অ্যাপ রাখুন
✔ নিয়মিত ক্যাশ ক্লিয়ার করুন
✔ Google Play Protect চালু রাখুন
✔ অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ করুন

স্মার্টফোনের পারফরম্যান্স ভালো রাখতে এই ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই আপনার ফোন থাকবে দ্রুতগতি ও নিরাপদ।

ইমরান

×