
ছবি: সংগৃহীত।
গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন? চিন্তার কিছু নেই। স্মার্টফোনের মাধ্যমেই খুব সহজে আবার অ্যাক্সেস পেতে পারেন আপনার অ্যাকাউন্টে। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে আপনার ফোনে থাকা Gmail অ্যাপটি খুলুন। নিচের দিকে “Got it” অপশনে ক্লিক করে “Add an email address” অপশন সিলেক্ট করুন। সেখান থেকে “Google” নির্বাচন করুন। এরপর আপনার জিমেইল আইডি লিখে “Next” ক্লিক করুন।
যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই নিচে থাকা “Forgot Password” বা “Try another way” অপশনে ক্লিক করুন। এরপর ধাপে ধাপে কিছু তথ্য দিতে হবে, যেমন: রিকভারি ফোন নম্বর বা ইমেইল ঠিকানা।
যদি আপনার অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত থাকে, তাহলে গুগল সে নম্বরের শেষ দুইটি ডিজিট দেখাবে। সঠিক নম্বরটি দিলে, সেটিতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি অ্যাপসে দিয়ে “Next” চাপুন।
কখনো কখনো রিকভারি ইমেইল যাচাইয়ের জন্য দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনও চায় গুগল। এ ক্ষেত্রে আপনি যদি রিকভারি ইমেইল অ্যাড করে থাকেন, তাহলে সেটিতে পাঠানো কোডটি প্রবেশ করিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
যখন অ্যাকাউন্ট পুনরুদ্ধার সফলভাবে সম্পন্ন হবে, তখন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে এখনো পর্যন্ত পাসওয়ার্ড পরিবর্তন হয়নি।
পাসওয়ার্ড পরিবর্তনের জন্য ফোনের Settings এ যান। সেখান থেকে Google > Manage your Google Account > Security অংশে যান। “Password” অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড লিখুন এবং কনফার্ম করুন। এরপর “Change Password” চাপলেই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
এভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট করে নিরাপদে লগইন করতে পারবেন।
সতর্কতা:
-
সবসময় আপনার রিকভারি ইমেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখুন।
-
সন্দেহজনক কোনো ডিভাইসে লগইন করলে নিরাপত্তা সতর্কতা নিন এবং পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন।
নুসরাত