ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মোবাইল চার্জের সময় যে ৫টি কাজ কখনোই করবেন না

প্রকাশিত: ১৬:৪৬, ১৬ জুলাই ২০২৫

মোবাইল চার্জের সময় যে ৫টি কাজ কখনোই করবেন না

ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে এটি ব্যবহারে একটু অসচেতনতাই হয়ে উঠতে পারে ভয়াবহ বিপদের কারণ। বিশেষ করে চার্জ দেওয়ার সময় কিছু ভুলের কারণে ফোনের ব্যাটারি যেমন নষ্ট হতে পারে, তেমনি ঘটতে পারে বিস্ফোরণের মতো ঘটনাও। নিচে মোবাইল চার্জ দেওয়ার সময় যে পাঁচটি কাজ কখনোই করবেন না, তা তুলে ধরা হলো—

১. মোবাইল ব্যবহার করে চার্জ দেওয়া

অনেকে চার্জ দেওয়ার সময়ও মোবাইলে গেম খেলা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার চালিয়ে যান। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা ফোনের পারফরম্যান্স ও আয়ুষ্কাল দুই-ই কমায়।

২. লোকাল বা নিম্নমানের চার্জার ব্যবহার

মূল চার্জার হারিয়ে গেলে অনেকেই সস্তা বা লোকাল চার্জার কিনে নেন। কিন্তু এসব চার্জার ব্যাটারিতে ভোল্টেজ ওঠানামা করে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

৩. চার্জ দেওয়ার সময় ফোনের কেস খুলে না ফেলা

চার্জিং চলাকালে ফোন কিছুটা গরম হয়, আর কেস থাকলে তা আরও বেশি উত্তপ্ত হয়। তাই চার্জ দেওয়ার সময় কেস খুলে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪. পুরো রাতভর চার্জে রাখা

স্মার্টফোন পুরো রাত চার্জে রেখে ঘুমিয়ে পড়া অনেকের অভ্যাস। এতে ব্যাটারি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। যদিও আধুনিক ফোনে অটো-কাট অফ সিস্টেম থাকে, তবুও দীর্ঘসময় চার্জে থাকা ঠিক নয়।

৫. ওয়েট বা ভেজা হাতে চার্জার লাগানো

ভেজা হাতে বা স্যাঁতসেঁতে পরিবেশে চার্জার লাগানো বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এতে শুধু ফোন নয়, আপনার শরীরও ঝুঁকিতে পড়তে পারে।

নিরাপদ চার্জিং অভ্যাস গড়ে তুলুন। প্রযুক্তি আপনার সেবা করুক, বিপদের কারণ নয়।

ইমরান

×