
ছবি: সংগৃহীত
ক্যান্সার মরণঘাতী ব্যাধি—বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে পরিচিত। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা না গেলে এ রোগের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। তাদের গবেষণায় উঠে এসেছে, একটি সাধারণ গৃহসজ্জার গাছ ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নাসার গবেষণায় বলা হয়েছে, ‘পথস’ (Pothos) নামের একটি ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাসে থাকা ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান ৭৩ শতাংশ পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে শোষণ করতে পারে। এ গবেষণাটি ‘Interior Landscape Plants for Indoor Air Pollution Abatement’ শীর্ষক একটি প্রকল্পের অংশ ছিল।
পথস গাছটি ঘরের বাতাস থেকে ফরমালডিহাইড, বেঞ্জিন ও ট্রাইগ্লোরাইথিলিন-এর মতো ভয়াবহ রাসায়নিক অপসারণে সক্ষম। এসব কেমিক্যাল আসবাবপত্র, দেয়ালের রং, কাপড়, ক্লিনিং প্রোডাক্ট এমনকি প্লাস্টিক সামগ্রী থেকেও নিঃসৃত হয়। নিয়মিতভাবে এসব উপাদান মানুষের দেহে প্রবেশ করে নানা রোগের, বিশেষ করে ক্যান্সারের আশঙ্কা বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ঘরের পরিবেশকে ক্যান্সারমুক্ত রাখতে প্রাকৃতিক এ সমাধান এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুধু বিষাক্ত উপাদান শোষণ নয়, পথস গাছ ঘরের আদ্রতা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।
আরও আশার কথা হলো—পথস গাছ কম আলোতেও বেড়ে ওঠে এবং এর রক্ষণাবেক্ষণও অত্যন্ত সহজ। ফলে শহুরে ঘরবাড়িতে খুব সহজেই এই গাছ রাখা সম্ভব। এটি শুধু ঘরের শোভা বাড়ায় না, বরং মানুষের স্বাস্থ্য সুরক্ষায়ও কাজ করে।
গবেষকরা বলছেন, মানুষ যখন নিজ হাতে প্রকৃতি ধ্বংস করে, তখন প্রকৃতি নিজেই তার সুরক্ষায় এগিয়ে আসে। পথস গাছ তার জ্বলন্ত উদাহরণ।
সূত্র: https://www.youtube.com/watch?v=0w0er0L9gUA
রাকিব